দেশের ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)। আজ শনিবার সকালে রাজশাহীর ঐতিহাসিক বাঘা ওয়াকফ এস্টেটের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যকালে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের ও মানুষের কল্যাণে কাজ করার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
ইসলামের মহান শিক্ষাকে ধারণ করে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন।
বাঘা ঈদগাহ মাঠে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ,বাঘা ওয়াকফ এস্টেটের মোতয়াল্লী খন্দকার মুনসুরুল ইসলাম (রইশ), জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ এই মাঠে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী । জামাতে ইমামতি করেন মাজার মসজিদের ইমাম হাফেজ মহসীন আলী। নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা ও নানা বালা-মুসিবত থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
প্রিন্ট