কুষ্টিয়ার ভেড়ামারায় “ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার মাধ্যমিক বিদ্যালয়ের (৯ম- ১০ম মেধাবী) শিক্ষার্থীদের মাঝে “ জনশুমারী ও গৃহগণনা”২১ প্রকল্পের ট্যাব বিতরণ করা হয়েছে।
স্বাধীনতা দিবস ২৬ মার্চ (রবিবার) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে মোবাইল ট্যাব বিতরণ সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিরাজুর রহমান। উপজেলা আইটি অফিসার আলমঙ্গীর হোসেন। ভেড়ামারা উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয় (৯ম-১০ম শ্রেণির মেধাবী) ৬জন করে মোট ১৭৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল ট্যাব তোলে দেওয়া হয়। এসময় ভেড়ামারার সুধী মহল, অভিভাবক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট