ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি জনাব মোঃ ইউনুছ মোল্লার সভাপতিত্বে ফুলবাড়িয়ায় শনিবার বিকেল চারটায় পর্যন্ত এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সহ -সভাপতি জনাব দেলোয়ার কাজী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, বল্লভদী ইউপি চেয়ারম্যান মোঃ খন্দকার সাইফুর রহমান সাহিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার সহ আওয়ামী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সত্যিকারের আর্থ-সামাজিক উন্নয়ন হয়, তা জনগণকে বলতে হবে।
প্রিন্ট