মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার ২২ মার্চ সকাল ১০ টার সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস।
এছাড়াও বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন প্রফেসর মো: মনিরুজ্জামান ও প্রফেসর ড.এ.কে.এম নজরুল কবীর। অনুষ্ঠানটির আহবায়কে ছিলেন মো: মনিরুজ্জামান। মাগুরা জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আবু নাসের বেগ বক্তব্যে জানান ২৫ মার্চ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। নিরীহ-নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত এই ২৫ মার্চ।
১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার কালো অধ্যায়। ১১ মার্চ ২০১৭ সালে মহান জাতীয় সংসদে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এসডিজি এর ৪ নং অভীষ্ট তথা মানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদেরকে পাঠদানে ও পাঠাভ্যাস গড়ে তুলতে আরও যত্নবান হওয়ার আহবান জানান। শিক্ষার্থীদেরকে বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানার পরামর্শ প্রদান করেন এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রগামী ভূমিকা রাখার কথা তুলে ধরেন।
প্রিন্ট