পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মাগুরায় ওএমএস ডিলারদের সাথে খাদ্য শষ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ১৯ মার্চ বিকাল ৪ টার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাগুরা এর আয়োজনে ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওএমএস ডিলারদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ওএমএস কমিটির সদস্য সচিব জেলা খাদ্য নিয়ন্ত্রক মাগুরা মনোতোষ কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা বিষ্ণুপদ সাহা, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাগুরা সদর নূরে আলম সিদ্দিকী, শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, শালিখা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধুরী সহ সকল খাদ্য পরিদর্শক ও ডিলার বৃন্দগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট