কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আল্লেক আলীকে আমৃত্যু কারাদণ্ড। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া এ মামলায় আল্লেক আলীর ভাই মনা আলীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার আড়াই মাস পরে নিহতের মামা আসমত আলী ভেড়ামারা থানায় হাফিজার স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু জাফর তদন্ত শেষে নিহতের স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।
প্রিন্ট