গোপালগঞ্জ সদর উপজেলার ২০ নং গোবরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল কবির কদর। জনপ্রিয় এই প্রার্থী ২০১০ সাল হতে ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান থাকা কালীন নিজ গ্ৰাম চরগোবরাসহ বিভিন্ন পাড়া- মহল্লার মসজিদ, মন্দির, কবরস্থান, স্কুল, রাস্তাসহ গরিব দুঃখী মানুষের উন্নয়নে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে ছিলেন। পাশপাশি নিজেস্ব অর্থায়নে ইউনিয়নের গরিব দুঃখী মানুষেদের দান অনুদান দিয়েছেন।
সরজমিনে গিয়ে জানাযায়, ফয়সাল কবির কদর দীর্ঘদিন ধরে ঢাকায় নিজেস্ব ব্যবসা পরিচালনা করছেন। তিনি একজন ধর্ম ভীরু, ন্যায় পরায়ণ ও দানশীল ব্যক্তিত্ব। এলাকাবাসী সাংবাদিকদের জানায় ফয়সাল কবির কদরকে ইউনিয়ন বাসী ভালোবেসে সর্বোচ্চ ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবে। এলাকাবাসী আরো জানান, ফয়সাল কবির কদর ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদ ও জনসাধারণের উন্নয়নে ব্যতিক্রমী ও চমকপ্রদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, আমাদের তার প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা রয়েছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত নির্বিশেষে ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন।
জনপ্রিয় ওই প্রার্থী গত ১৭মার্চ শুক্রবার সাংবাদিকদের সাথে নির্বাচনী আলাপচারিতায় বলেন, আমি বিগত দিনে গোবরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। জনগণ জানে আমি গরিব দুঃখী মানুষের উন্নয়ন বরাদ্দ মেরে খাইনা। আমি ইতিপূর্বে ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে রাস্তা, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন করেছি। সাধারণ মানুষের সাথে প্রতারণা করিনি। অন্যান্য চেয়ারম্যানদের মত অপকর্ম ও টাকা পয়সা আত্মসাৎ, লুটপাট করিনি। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন বরাদ্দের একটি টাকাও খেতে চাই না, আমি চাই গোবরা ইউনিয়ন স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক ইউনিয়ন হিসাবে পরিচিতি পাক।
উল্লেখ্য, আগামীকাল ২০ মার্চ সোমবার গোবরা ইউনিয়নসহ লতিপুর, হরিদাসপুর বোড়াশী, রঘুনাথপুর ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গোবরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফয়সাল কবির কদরসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রিন্ট