গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের অর্থায়নে এই নলেজ পার্কটি স্থাপিত হতে চলছে।
আজ শনিবার (১৮ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
|
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এ কিউ এম মাহবুব উপাচার্য বশেমুরপ্রবি, মোহাম্মদ রেজাউল করিম ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। আরো উপস্থিত ছিলেন এ, কে, এ, এম ফজলুল হক প্রকল্প পরিচালক, জেলা পর্যায়ে আইটি/ হাইটেক পার্ক স্থাপন (১২টি জেলার) প্রকল্প, মাহবুবুল আলম জেলা প্রশাসক গোপালগঞ্জ, পুলিশ সুপার আয়েসা সিদ্দিকা, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিভাগসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট