কুষ্টিয়ার খোকসায ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ১৬ মার্চ সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যলীর আয়োজন করা হয় । ২০২২-২০২৩ অর্থবছর বৃহত্তর কুষ্টিয়া যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ৭৮ কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা কৃষি কর্মকর্তার স্বাগত বক্তব্য ও সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু,খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদকের শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও উপজেলার কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন কৃষকগন উপস্থিত ছিলেন। মেলায় ৩০ টি স্টলে কৃষকগন তাদের বিভিন্ন প্রজাতির কৃষি পণ্য নিয়ে আসেন। এছাড়াও উপজেলা কৃষি অফিস আধুনিক যন্ত্রপাতি ও চাষের কলাকৌশল প্রদর্শীত করেন। কৃষি মেলার মাধ্যমে ভবিষ্যতে কৃষকগন আরও উদ্বুদ্ধ হবে। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন ৭৮ কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

প্রিন্ট