কুষ্টিয়ার খোকসায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রাটি উপজেলা শহর ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ড ভাইস ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ফেরদৌস নাজনীন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুধিগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ নারীর অধিকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। পরের স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রিন্ট