কুষ্টিয়ার খোকসা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভারতের আজমীরের খাজা গরিবে নওয়াজ খাজা মইনুদ্দিন চিশতি (রহ.) দরগাহ শরীফ পরিদর্শন ও তার কবর জিয়ারত করেছেন । এ সময় আরো উপস্থিত ছিলেন মৌবনের জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল ও সাংবাদিক এসএম জামাল।বৃহস্পতিবার বিকেলে জিয়ারতের সময় তারা পরিবার পরিজন ও দেশের মঙ্গল কামনা করেন।
এক সপ্তাহের সফরে দিল্লি থেকে বৃহস্পতিবার দুপুরে আজমীর পৌছান তারা। এরপর আজমীরে খাজা মইনুদ্দিন চিশতির (রহ.) দরগাহ পরিদর্শন করেন। প্রখ্যাত এই সুফির কবর জেয়ারত করেন এবং সেখানে নফল নামাজ আদায় করেন।
আজমীরে খাজা মইনুদ্দিন চিশতির (রহ.) দরগাহ পরিদর্শন শেষে সেখানকার খাদেম নজরুল চিশতীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।শুক্রবার জুম্মার নামাজ আদায়ও করেন তারা। এছাড়াও আজমীর এ অবস্থান করার সময় বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
এরআগে এ সফরে দিল্লিতে অবস্থিত লালকেল্লা বা রেড ফোর্ট, টেম্পল, ইন্ডিয়া গেট পরিদর্শন ও রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধ দর্শন করে নীরবতা পালন করে শ্রদ্ধা জানান পরে ইন্দিরা গান্ধী জাদুঘর পরিদর্শন করেন। এছাড়াও দিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়া দরগাহ পরিদর্শন করেন তারা।
আগামী সোমবার কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কোলকাতার দর্শনীয় স্থান পরিদর্শন শেষে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
প্রিন্ট