কুষ্টিয়ার খোকসায় ২৬ মহান স্বাধীনতার ও জাতীয় দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবের হল রুম প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার।
উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, খোকসা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লূ, সাংবাদিক হুমায়ন কবির প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, সুধী ও সাংবাদিকগণ। সভায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, ২৫ শে মার্চ গণ হত্যা দিবস, ১৭ই মার্চ জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রিন্ট