মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেবী নাজনীনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোষ্ট করায় যুবলীগ নেতা তানভীর রহমান রাজুর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও তাকে আটকের পর জেল-হাজতে প্রেরণের ঘটনায় মাগুরার মহম্মদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে ডাকবাংলো চত্বর থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগ ও সর্বস্তরের পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারন জনগন এই মানববন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সহ সভাপতি আল ইমরান, ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. ঈদুল শেখ, মাগুরা জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারন সম্পাদক শারমীন আক্তার রুপালি এবং লিখিত স্বারকলিপি পাঠ করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী। মানববন্ধন শেষে নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের মাধ্যমে মাগুরার জেলা প্রশাসক বরারবর স্বারকলিপি পেশ করেন।
অভিযোগ থেকে জানা যায়, ২ ফেব্রুয়ারি তানভীর রহমান রাজুর বিরুদ্ধে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার পর রাজুকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। লিখিত অভিযোগে তারা আরো উল্লেখ করেন, গত বছরের ২৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যানের হাস্যোজ্জল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।
এছাড়া তিনি বিধি লঙ্ঘণ করে এসএসসি ২০২২ পরীক্ষার হলে অনাধিকার প্রবেশ করে যা দৈনিক সময়ের প্রত্যাশা সহ বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার ঝড় তোলে। তিনি উপজেলা সদরের নির্মাণাধীন মডেল মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্ধোধনের সময় বেপর্দা অবস্থায় মোনাজাতে অংশ নেওয়ায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়। তার একাধিক বিতর্কিত কর্মকান্ড সামপ্রতিক সময়ে তানভীর রহমান রাজু ফেসবুতে তুলে ধরায় ২ ফেব্রুয়ারি মহিলা ভাইস চেয়ারম্যান তানভীর রহমান রাজুর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন। যা নারী মহলসহ সচেতন জনগনের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
উজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, স্বারকলিপির বিষয়ে ডিসি স্যারের সাথে কথা বলেছি। তিনি এটাকে পাঠিয়ে দিতে বলেছেন। আজকের মধ্যেই পাঠানো হবে।
প্রিন্ট