নড়াইলে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা পরিষদ হলরুমে কেক কেটে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর শহরে এ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে শেষ হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামান সহ অনেকে।
কর্মসূচিতে জেলা. উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট