ফরিদপুরে তিন দিনব্যাপী বিজয় উদ্যোক্তা মেলা আজ রাতে শেষ হচ্ছে। ফরিদপুর উদ্যোক্তা মেলার উদ্যোগে শহরের অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী এই মেলার শুরু হয়েছিল ২৯ ডিসেম্বর থেকে।
মোট ৩৪ টা স্টল এই মেলায় অংশগ্রহণ করে । মেলা চলাকালে তাদের বেচাকেনা ভালো হয়েছে বলে জানান প্রত্যেকটা উদ্যোক্তা।
এবারের মেলায় বিভিন্ন স্টলের সাথে ছিল সাথে ছিল ফুলের দোকানের স্টল। তাছাড়া একই স্টলে বই এবং কাপড় বিক্রির বেচাকেনাও চোখে পড়ে এই মেলাতে।
তাছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস খাবার দোকান, কসমেটিকস শোপিস এর মতো দোকানও এবারের মেলাতে অংশগ্রহণ নেয়।
এ ব্যাপারে উৎসবের কর্মকর্তা মোঃ হান্নান রাজু জানিয়েছেন উৎসব যথেষ্ট ভালো হয়েছে এবং বিভিন্ন ধরনের লোকের সমাগমের কারণে বেচাকেনা ভালো করতে পেরেছে এখানে আগত দোকানিরা। তিনি বলেন এই মেলার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এবং তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এদিকে শেষ দিন আজ সন্ধ্যায় আলোচনা সভা সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।