ফরিদপুরের সালথায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২২ইং উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৈদ্য, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রীতম দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সর্বস্তরের বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি সৃষ্টির লক্ষে উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের অংশ হিসাবে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা ও মেলা চলাকালীন বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করা হবে। মেলা চলবে আগামী ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত।
প্রিন্ট