বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় ‘মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন’ নামের একটি ফিলিং স্টেশনকে সীল গালা করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসটিআইয়ের ফরিদপুর জেলার একটি সার্ভিল্যান্স স্কোয়াড এ অভিযান পরিচালনা করে।
.
জানা যায়, ফরিদপুর বিএসটিআই মঙ্গলবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বোয়ালমারীর দুটি ও মধুখালি উপজেলার একটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় পেট্রোল, ডিজেল, অকটেন উভয় জ্বালানি তেলই পরিমাপে কম দেয়ায় বোয়ালমারী উপজেলার কামারগ্রামে অবস্থিত ‘মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন’টিকে সীল গালা করে দেয়া হয়।
.
অভিযান পরিচালনাকারীরা মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ২২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার অকটনে ৮০০ মিলিলিটার কম পান। এছাড়া ডিজেলও পরিমাপে কম পাওয়া গেছে। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই এর ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন।
.
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) শশী কান্ত দাস, পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, ফিল্ড অফিসার (সিএম) এস এম সোহরাব হোসেন প্রমুখ।
অভিযানে নেতৃত্ব দানকারী বিএসটিআইয়ের ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট