মহম্মদপুর উপজেলা শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মার্কেটে শুক্রবার দিবাগত রাতে চারটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগত অর্থসহ মালামাল হাতিয়ে নিয়েছে চোর চক্রটি। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরজমিন পরিদর্শনে জানা যায়, শহরের প্রধান সড়কে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মার্কেটের জাকির হোসেনের চাউলের দোকান, সুমনের ইলেট্রনিক দোকান, কুতুব মিয়ার ফার্মেসি এবং তাজ উদ্দীনের পোল্ট্রি ফিডের দোকানে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল গভীর রাতে মার্কেটের পিছন দিকের ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগত দুই লক্ষাধিক টাকাসহ মালামাল চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মহম্মদপুর থানার এসআই সেলিম ও এনআই নিয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় ব্যবসায়ীরদের মধ্যে আতঙ্কের সৃষ্ঠি হয়েছে। ব্যবসায়ীরা শহরটিতে নৈশ্যপ্রহরীসহ পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।
মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আমিমুল ইসলাম বলেন, বাজার পাহারায় নিয়মিত নৈশ্যপ্রহরি নিয়োগ দেওয়া আছে। মার্কেটেরে পিছন দিয়ে ভেন্টিলেটর ভেঙ্গে চুরি হওয়ায় ঘটনাটি তাদের দৃষ্টিগোচরে আসে নাই। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি অসিত কুমার বলেন, চুরির খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট