মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় হালিম মোল্যা (৬০) নামের বৃদ্ধের জিহ্বা কর্তন ও শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার সকাল ৭টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার বাড়ির পাশে মেহগনি বাগান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আহত হালিম স্থানীয় ইউসুবের বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
হালিমের খালাতো ভাই এনামুল হক রুবেল জানান, হালিমের স্ত্রী মারা গেছে অনেক আগে। তার নিজের কিছু জমি বিক্রি করে কিছু টাকা গচ্ছিত রেখেছিল ইউসুবেরবাগ বাজারের ব্যবসায়ী একই গ্রামের সালাউদ্দিন লাল্টুর নিকট ১৪ লাখ টাকা। এরপর জানতে পারলাম, এমন করে একাধিক ব্যক্তির নিকট কিছু টাকা তিনি গচ্ছিত রেখেছিলেন। এই টাকার জেরে হয়তো হালিমকে খুন করার জন্য ষড়যন্ত্র করা হতে পারে। আমরা বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ নিয়ে লাল্টুর সাথে কথা বলতে গেলে লাল্টুর দোকান বন্ধ পাওয়া যায়। বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা জানান, “ভোর বেলা শুনতে পেলাম মেহগনি বাগানে একটি লাশ পড়ে আছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, মুমূর্ষু অবস্থায় জিহ্বা কর্তন ও মাথায় আঘাত অবস্থায় পাড়াগ্রামের হালিম মোল্যাকে পড়ে থাকতে দেখা যায়। থানায় খবর দিলে পুলিশ এসে পরিবারের লোকজনসহ তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ওসি হারুন অর রশিদ জানান, “খবর পেয়ে আহত হালিমকে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। আমি নিজে সরেজমিনে গিয়েছি। একটি সূত্র ধরে পুলিশ অপরাধীদের চিহ্নিত করার ব্যবস্থা করছে।”
প্রিন্ট