প্রদীপ্ত চক্রবর্তীঃ
চট্টগ্রামের পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল ১২ই এপ্রিল, রোজ শনিবার, পটিয়ার ঐতিহ্যবাহী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা লোহাগাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় দলের আনন্দ একমাত্র গোলটি করেন।
খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উদ্বোধক ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ট্রফি ও ২ লাখ টাকা প্রাইজ মানি এবং রানার্সআপ লোহাগাড়া ফুটবল একাদশ ট্রফি ও ১ লাখ টাকা প্রাইজ মানি লাভ করে।
এলাকার বিপুল সংখ্যক দর্শক এ ফাইনাল খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
প্রিন্ট