ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপের পদত্যাগ Logo সদরপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার Logo দৌলতপুর সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক Logo তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য Logo বাঘায় তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo শালিখায় পলিথিনের বিকল্প উপকরণ বিতরণ Logo আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত- ৭ Logo গুরুদাসপুরে মিথ্যা তথ্যের জন্য দুটি চানাচুর কারখানা মালিকের জরিমানা Logo রাজশাহী বিএমডিএর স্টোর কিপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ Logo আধা ঘন্টা মাটির নিচে চাপা পড়ে জীবিত ফিরল আলফাডাঙ্গায় নির্মাণ শ্রমিক রুবেল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বদলে যাচ্ছে আইফোনের চার্জার !

Apple iPhone-এর সঙ্গে এবার পাওয়া যাবে USB Type C পোর্ট। হয়তো খুব শীঘ্রই চার্জিংয়ের জন্য নতুন পদ্ধতি বেছে নিতে হবে Apple-কে। সম্ভবত ছোট ডিভাইসগুলির ক্ষেত্রেই এই পদ্ধতি গ্রহণ করতে চাইছে Apple ।

তাছাড়া আইফোন ১৫ তে ও সম্ভবত USB Type C চার্জার ব্যবহার করা যাবে । চলতি সপ্তাহেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে সে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। রীতিমতো ভোটাভুটির মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা এবং অন্য কিছু মোবাইল ডিভাসের জন্য unified charging standard বা একটি মাত্র চার্জার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।

বিষয় হল USB Type C ইন্টারফেস ইতিমধ্যেই সারা বিশ্বে, বিশেষত Android সিস্টেমে একত্রিত ব্যবস্থা হিসাবে পরিচিত। কিন্তু Apple এতদিন পর্যন্ত তার নিজস্ব Lightning connector ব্যবহার করত iPhones-গুলির ক্ষেত্রে। যার ফলে Apple-এর ডিভাইস চার্জ করার জন্য তার নিজস্ব চার্জার এবং অ্যাডপ্টর কেনা জরুরি ছিল। ঘটনাচক্রে বেশ কয়েক বছর আগেই Apple তার iPad এবং Mac-এর জন্য Type C ইন্টারফেস ব্যবহার করতে শুরু করে দিয়েছে।

কিন্তু iPhones-এর ক্ষেত্রেও যে তা হতে পারে সে বিষয়ে কোনও ইঙ্গিত এতদিন ছিল না। কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্টের নতুন আইনানুসারে Apple বাধ্য হবে USB Type C ইন্টারফেস ব্যবহার করতে, এমন কি iPhone-এর জন্যও। ইউরোপিয়ান পার্লামেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে পরিবেশের কথা ভেবেই।

বছরে পর বছর এই দুনিয়ায় জমে উঠছে ই-বর্জ্য (e-waste)। ইউরোপিয়ান ইউনিয়ন চাইছে, মানুষ নানা রকম গ্যাজেটের জন্য একটিই চার্জার ব্যবহার করুন, যাতে ক্রমাগত বর্জ্য জমা না হয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপের পদত্যাগ

error: Content is protected !!

বদলে যাচ্ছে আইফোনের চার্জার !

আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
এস. এম. ইশতিয়াক আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিভাগ :

Apple iPhone-এর সঙ্গে এবার পাওয়া যাবে USB Type C পোর্ট। হয়তো খুব শীঘ্রই চার্জিংয়ের জন্য নতুন পদ্ধতি বেছে নিতে হবে Apple-কে। সম্ভবত ছোট ডিভাইসগুলির ক্ষেত্রেই এই পদ্ধতি গ্রহণ করতে চাইছে Apple ।

তাছাড়া আইফোন ১৫ তে ও সম্ভবত USB Type C চার্জার ব্যবহার করা যাবে । চলতি সপ্তাহেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে সে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। রীতিমতো ভোটাভুটির মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা এবং অন্য কিছু মোবাইল ডিভাসের জন্য unified charging standard বা একটি মাত্র চার্জার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।

বিষয় হল USB Type C ইন্টারফেস ইতিমধ্যেই সারা বিশ্বে, বিশেষত Android সিস্টেমে একত্রিত ব্যবস্থা হিসাবে পরিচিত। কিন্তু Apple এতদিন পর্যন্ত তার নিজস্ব Lightning connector ব্যবহার করত iPhones-গুলির ক্ষেত্রে। যার ফলে Apple-এর ডিভাইস চার্জ করার জন্য তার নিজস্ব চার্জার এবং অ্যাডপ্টর কেনা জরুরি ছিল। ঘটনাচক্রে বেশ কয়েক বছর আগেই Apple তার iPad এবং Mac-এর জন্য Type C ইন্টারফেস ব্যবহার করতে শুরু করে দিয়েছে।

কিন্তু iPhones-এর ক্ষেত্রেও যে তা হতে পারে সে বিষয়ে কোনও ইঙ্গিত এতদিন ছিল না। কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্টের নতুন আইনানুসারে Apple বাধ্য হবে USB Type C ইন্টারফেস ব্যবহার করতে, এমন কি iPhone-এর জন্যও। ইউরোপিয়ান পার্লামেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে পরিবেশের কথা ভেবেই।

বছরে পর বছর এই দুনিয়ায় জমে উঠছে ই-বর্জ্য (e-waste)। ইউরোপিয়ান ইউনিয়ন চাইছে, মানুষ নানা রকম গ্যাজেটের জন্য একটিই চার্জার ব্যবহার করুন, যাতে ক্রমাগত বর্জ্য জমা না হয়।


প্রিন্ট