বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে, Muksudpurnews Upazila নামক একটি ভুয়া ফেইসবুক আইডির বিরুদ্ধে, থানায় সাধারণ ডাইরী করেছেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বাদী হয়ে সাধারণ ডাইরীটি করেছেন। যার জিডি নাম্বার ৯৩০।
জিডি সূত্রে জানাযায়, Muksudpurnews Upazila নামক একটি ভুয়া ফেইসবুক আইডি হতে কে বা কাহারা মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার নামে এবং দপ্তরের নামে অসত্য, মিথ্যা ও সম্মানহানিকর তথ্য ছড়াচ্ছে। যার ফেইসবুক আইডি লিংক-https://www.facebook.om/share/12HqK28ov1U বিষয়টি ভবিষ্যতের জন্য মুকসুদপুর থানায় সাধারণ ডাইরী করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।
প্রিন্ট