পরিচ্ছন্ন থাকবো, ডেঙ্গু মুক্ত রাখবো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ২০২২ অনুষ্ঠিত হয়।
রবিবার ১১ টার সময় মাগুরা পৌর এলাকা জেলা প্রশাসন চত্বরে মাগুরা পৌরসভার বাস্তবায়নে মশক নিধনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। ডেঙ্গু মশক নিধনে উদ্বোধক ছিলেন, ডঃ আশরাফুল আলম জেলা প্রশাসক, মাগুরা।
এছাড়াও মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন, মোঃ খুরশীদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা, প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, পারভীন সুলতানা কন্জারভেন্সী ইন্সপেক্টর, রেজাউল করিম পৌর নির্বাহী কর্মকর্তা মাগুরা পৌরসভা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সৈয়দা কুবরা আক্তার শিমু, কাউন্সিলর মনিরা বেগম, কাউন্সিলর লিয়াকত আলী, কাউন্সিলর রেজাউল ইসলাম সহ পৌরসভা ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দগণ।
|
মশক নিধন অভিযানের সময়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইঞ্জিন চালিত স্প্রের মাধ্যমে ডেঙ্গু মশকের আবাসস্থল ধ্বংস করে পৌরসভার মশক কর্মী সদস্যরা। আর সেই সাথে শহর ও অফিসের সব জায়গায় পরিস্কার পরিচ্ছন্নতা করে পরিচ্ছন্নতা কর্মীগণ।
প্রিন্ট