ফরিদপুর জেলা ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল সাড়ে চারটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ-সভাপতি মাসুম মিয়া, সহ সভাপতি বিকাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তামজিদ হোসেন , সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক, সহ জেলা, উপজেলার ছাত্র নেতা সহ অন্যান নেতৃবৃন্দ ।
সভায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করে এবং বিএনপি জামায়াত যাতে দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সর্বদা ছাত্রলীগকে সজাগ থাকা আহ্বান জানানো হয়।
প্রিন্ট