ফরিদপুরে রিকশা ভ্যান, ইজিবাইক শ্রমিক সংগঠনের উদ্যোগ শুক্রবার বিকেল চারটায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।
ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ প্রদত্ত লাইসেন্স প্রদান, শ্রমিকদের রেশন চালু করা রিক্সা ভ্যান ইজিবাইক শ্রমিকদের উপর জুলুম ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রমিক নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল্লাহ বাকি রতন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রাজিব হোসেন মুন্না , কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারী, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, শ্রমিক নেতা আব্দুল জলিল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান লায়েক, দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অরুন কুমার শীল।
সভায় বক্তারা ব্যাটারি চালিত যানবাহন কে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান এর দাবি জানানো হয়।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় হাসপাতালে নবজাতকঃ মা উধাও
এছাড়া শ্রমিকদের উপর যেন অন্যায় ভাবে কোন জুলুম নির্যাতন না করা হয় সেজন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
এই সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
প্রিন্ট