রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল গ্রামের সুবর্ণখোলা (বড়খোলা) গ্রামে আতঙ্কে রয়েছেন নাসির জোয়ার্দ্দারের পরিবার। প্রতিপক্ষ আপন চাচাতো ভাই আবুল জোয়ার্দ্দার গংরা জোর করে জমি দখল করতে গেলে বাধা দেওয়ায় গত বুধবার ৩১ আগস্ট বিকেল তিনটার দিকে গোলযোগের ঘটনা ঘটে। পৈত্রিক জমির ভাগবাটোয়ারা নিয়ে পূর্ব থেকেই মৃত ফজলুর রহমানের পুত্র নাসির জোয়ার্দ্দার ও বাচ্চু জোয়ার্দ্দার এবং মৃত বজলুর রহমান জোয়ার্দ্দারের পুত্র আবুল জোয়ার্দ্দার, রব জোয়ার্দ্দার, রকিব জোয়ার্দ্দার, ঠান্ডু জোয়ার্দ্দার ও ফারুক জোয়ার্দ্দারের সাথে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। যার মিসপি নং ৪৪৬/২০২১ ও ৪১৮/২০২১, ধারা ১৪৪/১৪৫।
জানা যায়, গত বছর বাড়ির সামনে ২৪ শতাংশ জমির উপর একটি পুকুর ভরাট করার পর ওই জমি মাপজোক করে উত্তর দিকে নাসির জোয়ার্দ্দার গং ও দক্ষিণ দিকে আবুল জোয়ার্দ্দার গং ভোগ দখল করেন। একাধিকবার মাপজোক করার পর সর্বশেষ তৎকালীন কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে মাপজোক করে জমির সীমানা খুঁটি বসানো হয়। এছাড়া বাড়ির অন্যান্য দাগের জমিও মাপজোক করে সীমানা নির্ধারণ করা হয়।
কিন্তু কামরুজ্জামান খানের নেতৃত্বে ওই জমির মাপজোক ও সীমানা নির্ধারণ নাসির জোয়ার্দ্দারের পক্ষ মেনে নিলেও আবুল জোয়ার্দ্দার গং বিষয়টি নিয়ে নানা ষড়যন্ত্র করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট বিকেল তিনটার দিকে নাসির জোয়ার্দ্দারের ভোগ দখলীয় সুবর্ণখোলা মৌজার বিএস ৩৩১৬ নং দাগের জমির উপর জোরপূর্বক পাটকাঠির পালা দিতে গেলে বাধা প্রদান করে নাসির জোয়ার্দ্দার ও তার পরিবারের লোকজন। এ নিয়ে গোলযোগের ঘটনা ঘটে। তাতে উভয় পরিবারের নারী-পুরুষ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর থেকে নতুন করে হামলা-মামলার আতঙ্কে রয়েছে নাসির জোয়ার্দ্দার ও তার পরিবারের লোকজন।
আরও পড়ুনঃখুলনা থেকে আসা ডুবুরি শিশু ফাতেমার লাশ উদ্ধার করতে পারেনি
শনিবার ৩ সেপ্টেম্বর বিকেলে এ ব্যাপারে নাসির জোয়ার্দ্দার জানান, আমরা আপন দুই ভাই। প্রতিপক্ষ আবুল জোয়ার্দ্দারা পাঁচভাই। লোকবলে তারা বেশি। যার কারণে আমার ও আমার পরিবারের লোকজনকে হামলা-মামলা করে ক্ষতিসাধনের ষড়যন্ত্র করছে তারা। আবুল হোসেন জোয়ার্দ্দার ও একই পাড়ায় কিছু লোকজন তার পক্ষভুক্ত হয়ে উস্কানীমূলক কথাবার্তা ও হুমকি প্রদর্শন করছে। যার কারণে আমরা অশান্তিভোগ করছি। এ ব্যাপারে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
প্রিন্ট