ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতদিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি Logo নগরকান্দায় বিয়ের ২৮ দিনে নিজ বাড়িতে খুন হলেন প্রবাসী Logo গোমস্তাপুরে ফেনসিডিলসহ আটক ৩ Logo কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন ! Logo গোপালগঞ্জে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত Logo লালপুরে অন্যের জমি জবরদখল করে দেয়ার চেষ্টা বিএনপি নেতার Logo ভূরুঙ্গামারীতে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান Logo সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধংস করতে এই তরুণ প্রজন্মকে পাঠিয়েছে -অধ্যাপক গোলাম রসুল Logo খোকসায় মরহুম আতাহার হোসেন স্মৃতি আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo বাঘায় বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গোমস্তাপুরে কোন সারের সংকট নেইঃ কিছু অসাধু খুচরা ব্যবসায়ীরা গুজব ছড়াচ্ছে

চাঁপাইনবাআগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর মনিটরিং এ সুষ্ঠু ভাবে কৃষকরা পাচ্ছে সার কৃষকদের মাঝে সরকারি মুল্যে সার বিতরণ করা হচ্ছে। কৃষি অফিস জানায়, গোমস্তাপুর উপজেলা মোট বিসিআইসির ১০ জন ও বিএডিসির ৯ সার ডিলার রয়েছে। এসব ডিলারদের মাধ্যমে সুষ্ট মনিটরিং এর মাধ্যমে সার বিতরণ করা হচ্ছে।

গোমস্তাপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ জানান, গত আগষ্ট মাসে ইউরিয়া বাবদ ১২৮৬ মেঃ টঃ এর মধ্যে সবগুলো উত্তোলন হয়ে গেছে। চলতি মাসে ৪৪৫ মেঃ টঃ বরাদ্ধ পেয়েছি তার মধ্যে আজ রবিবার পর্যন্ত উত্তোলন হয়েছে ১০৫ মেঃ টঃ, মজুদ রয়েছে ৩৪০ মেঃ টঃ।

গত আগষ্ট মাসে ডি এপি বরাদ্দ পেয়েছি ৩০৫ মেঃ টঃ তার সব গুলোই উত্তোলন হয়েছে । চলতি মাসে ডিএপি বরাদ্ধ পেয়েছি ৫২৯ মেঃ টঃ বিতরণ হয়েছে ৪৩.৫ মজুদ রয়েছে ৪৮৫.৫।গত আগষ্ট মাসে টিএসপি বরাদ্ধ ছিলো ৮০ মেঃ টঃ যার সব গুলোই উত্তোলন হয়েছে। চলতি মাসে বরাদ্ধ ১০০ মেঃ টঃ এখন পর্যন্ত উত্তোলন হয়েছে ৬.৮ মেঃ টঃ মজুদ রয়েছে ৯৩.২ মেঃ টঃ।

গত আগষ্ট মাসে এমওপি বরাদ্দ ছিলো ২৪৮ মেঃ টঃ তার মধ্যে উত্তোলন করা হয়েছিলো ২০১.৫ মেঃ টঃ গত মাসে মজুদ ছিলো ৪৬.৫ মেঃ টঃ, চলতি মাসে বরাদ্ধ ২২০ মেঃ টঃ, মোট ২৬৬.৫ মেঃ টঃ এর মধ্যে উত্তোলন নেই।

উপজেলায় সারের কোন সংকট নেই বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ। তিনি আরো জানান,আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের স্লিপ এর মাধ্যমে প্রকৃত কৃষকদের মাঝ সার দেয়া হচ্ছে । কিছু অসাধু ব্যবসায়ি সরকার নির্ধারিত দামের বাইরে সার বিক্রি করলে তাদের দুই দফায় মোবাইল কোর্টের আওতায় এনে অর্থদন্ড করা হয়েছে।

উপজেলার বিসিআাইসি মের্সাস কবির ট্রের্ডাসের পরিচালক জীবন ও বিএডিসির মের্সাস ফারিয়া ট্রের্ডাসের পরিচালক রুহুল জানান, আমরা স্লিপের মাধ্যমে কৃষকদের সার দিচ্ছি কৃষক ভালো ভাবে সার পাচ্ছে।

আরও পড়ুনঃ নড়াইলের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগের হামলা, পুুলিশের গুলিবর্ষন আহত ৫০

এদিকে উপজেলার রাধানগর, পার্বতীপুর,চৌডালা,গোমস্তাপুর, বাঙ্গাবাড়ী, আলীনগর, বোয়ালিয়া ইউনিয়ান ও রহনপুর পৌর এলাকা ঘুরে জানা যায়, একটি অসাধু মহল সরকারকে বেকাদায় ফেলতে গুজব ছড়িয়ে স্যার সংকট বলে একই ব্যাক্তি বার বার ও আত্মীয় স্বজন দিয়ে সার মজুদ করার চেষ্টা করছে, এবং এলাকায় এলাকায় সার সংকট বলে কৃষকদের বেকায়দায় রাখছে বলে জানা যায়।

কৃষি অফিস শক্ত ভাবে মনিটরিং না করলে সকল ডিলারদের সার কালো বাজারীদের হাতে পৌছে যেতো, এবং কৃষকদের বাড়তি মূল্যে সার কিনতে হতো। বর্তমানে কৃষকরা নায্য মূল্যে চাহিদা মত সার পাচ্ছে। কিন্তু ডিলাদের মাধ্যমে সার নেওয়াতে কৃষকদের একটু দুরুত্ব বেড়ে যাওয়ায় যাতয়াত খরচ একটু বেশী হচ্ছে বলে জানান অনেক কৃষক।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি

error: Content is protected !!

গোমস্তাপুরে কোন সারের সংকট নেইঃ কিছু অসাধু খুচরা ব্যবসায়ীরা গুজব ছড়াচ্ছে

আপডেট টাইম : ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :

চাঁপাইনবাআগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর মনিটরিং এ সুষ্ঠু ভাবে কৃষকরা পাচ্ছে সার কৃষকদের মাঝে সরকারি মুল্যে সার বিতরণ করা হচ্ছে। কৃষি অফিস জানায়, গোমস্তাপুর উপজেলা মোট বিসিআইসির ১০ জন ও বিএডিসির ৯ সার ডিলার রয়েছে। এসব ডিলারদের মাধ্যমে সুষ্ট মনিটরিং এর মাধ্যমে সার বিতরণ করা হচ্ছে।

গোমস্তাপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ জানান, গত আগষ্ট মাসে ইউরিয়া বাবদ ১২৮৬ মেঃ টঃ এর মধ্যে সবগুলো উত্তোলন হয়ে গেছে। চলতি মাসে ৪৪৫ মেঃ টঃ বরাদ্ধ পেয়েছি তার মধ্যে আজ রবিবার পর্যন্ত উত্তোলন হয়েছে ১০৫ মেঃ টঃ, মজুদ রয়েছে ৩৪০ মেঃ টঃ।

গত আগষ্ট মাসে ডি এপি বরাদ্দ পেয়েছি ৩০৫ মেঃ টঃ তার সব গুলোই উত্তোলন হয়েছে । চলতি মাসে ডিএপি বরাদ্ধ পেয়েছি ৫২৯ মেঃ টঃ বিতরণ হয়েছে ৪৩.৫ মজুদ রয়েছে ৪৮৫.৫।গত আগষ্ট মাসে টিএসপি বরাদ্ধ ছিলো ৮০ মেঃ টঃ যার সব গুলোই উত্তোলন হয়েছে। চলতি মাসে বরাদ্ধ ১০০ মেঃ টঃ এখন পর্যন্ত উত্তোলন হয়েছে ৬.৮ মেঃ টঃ মজুদ রয়েছে ৯৩.২ মেঃ টঃ।

গত আগষ্ট মাসে এমওপি বরাদ্দ ছিলো ২৪৮ মেঃ টঃ তার মধ্যে উত্তোলন করা হয়েছিলো ২০১.৫ মেঃ টঃ গত মাসে মজুদ ছিলো ৪৬.৫ মেঃ টঃ, চলতি মাসে বরাদ্ধ ২২০ মেঃ টঃ, মোট ২৬৬.৫ মেঃ টঃ এর মধ্যে উত্তোলন নেই।

উপজেলায় সারের কোন সংকট নেই বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ। তিনি আরো জানান,আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের স্লিপ এর মাধ্যমে প্রকৃত কৃষকদের মাঝ সার দেয়া হচ্ছে । কিছু অসাধু ব্যবসায়ি সরকার নির্ধারিত দামের বাইরে সার বিক্রি করলে তাদের দুই দফায় মোবাইল কোর্টের আওতায় এনে অর্থদন্ড করা হয়েছে।

উপজেলার বিসিআাইসি মের্সাস কবির ট্রের্ডাসের পরিচালক জীবন ও বিএডিসির মের্সাস ফারিয়া ট্রের্ডাসের পরিচালক রুহুল জানান, আমরা স্লিপের মাধ্যমে কৃষকদের সার দিচ্ছি কৃষক ভালো ভাবে সার পাচ্ছে।

আরও পড়ুনঃ নড়াইলের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগের হামলা, পুুলিশের গুলিবর্ষন আহত ৫০

এদিকে উপজেলার রাধানগর, পার্বতীপুর,চৌডালা,গোমস্তাপুর, বাঙ্গাবাড়ী, আলীনগর, বোয়ালিয়া ইউনিয়ান ও রহনপুর পৌর এলাকা ঘুরে জানা যায়, একটি অসাধু মহল সরকারকে বেকাদায় ফেলতে গুজব ছড়িয়ে স্যার সংকট বলে একই ব্যাক্তি বার বার ও আত্মীয় স্বজন দিয়ে সার মজুদ করার চেষ্টা করছে, এবং এলাকায় এলাকায় সার সংকট বলে কৃষকদের বেকায়দায় রাখছে বলে জানা যায়।

কৃষি অফিস শক্ত ভাবে মনিটরিং না করলে সকল ডিলারদের সার কালো বাজারীদের হাতে পৌছে যেতো, এবং কৃষকদের বাড়তি মূল্যে সার কিনতে হতো। বর্তমানে কৃষকরা নায্য মূল্যে চাহিদা মত সার পাচ্ছে। কিন্তু ডিলাদের মাধ্যমে সার নেওয়াতে কৃষকদের একটু দুরুত্ব বেড়ে যাওয়ায় যাতয়াত খরচ একটু বেশী হচ্ছে বলে জানান অনেক কৃষক।


প্রিন্ট