চাঁপাইনবাআগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর মনিটরিং এ সুষ্ঠু ভাবে কৃষকরা পাচ্ছে সার কৃষকদের মাঝে সরকারি মুল্যে সার বিতরণ করা হচ্ছে। কৃষি অফিস জানায়, গোমস্তাপুর উপজেলা মোট বিসিআইসির ১০ জন ও বিএডিসির ৯ সার ডিলার রয়েছে। এসব ডিলারদের মাধ্যমে সুষ্ট মনিটরিং এর মাধ্যমে সার বিতরণ করা হচ্ছে।
গোমস্তাপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ জানান, গত আগষ্ট মাসে ইউরিয়া বাবদ ১২৮৬ মেঃ টঃ এর মধ্যে সবগুলো উত্তোলন হয়ে গেছে। চলতি মাসে ৪৪৫ মেঃ টঃ বরাদ্ধ পেয়েছি তার মধ্যে আজ রবিবার পর্যন্ত উত্তোলন হয়েছে ১০৫ মেঃ টঃ, মজুদ রয়েছে ৩৪০ মেঃ টঃ।
গত আগষ্ট মাসে ডি এপি বরাদ্দ পেয়েছি ৩০৫ মেঃ টঃ তার সব গুলোই উত্তোলন হয়েছে । চলতি মাসে ডিএপি বরাদ্ধ পেয়েছি ৫২৯ মেঃ টঃ বিতরণ হয়েছে ৪৩.৫ মজুদ রয়েছে ৪৮৫.৫।গত আগষ্ট মাসে টিএসপি বরাদ্ধ ছিলো ৮০ মেঃ টঃ যার সব গুলোই উত্তোলন হয়েছে। চলতি মাসে বরাদ্ধ ১০০ মেঃ টঃ এখন পর্যন্ত উত্তোলন হয়েছে ৬.৮ মেঃ টঃ মজুদ রয়েছে ৯৩.২ মেঃ টঃ।
গত আগষ্ট মাসে এমওপি বরাদ্দ ছিলো ২৪৮ মেঃ টঃ তার মধ্যে উত্তোলন করা হয়েছিলো ২০১.৫ মেঃ টঃ গত মাসে মজুদ ছিলো ৪৬.৫ মেঃ টঃ, চলতি মাসে বরাদ্ধ ২২০ মেঃ টঃ, মোট ২৬৬.৫ মেঃ টঃ এর মধ্যে উত্তোলন নেই।
উপজেলায় সারের কোন সংকট নেই বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ। তিনি আরো জানান,আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের স্লিপ এর মাধ্যমে প্রকৃত কৃষকদের মাঝ সার দেয়া হচ্ছে । কিছু অসাধু ব্যবসায়ি সরকার নির্ধারিত দামের বাইরে সার বিক্রি করলে তাদের দুই দফায় মোবাইল কোর্টের আওতায় এনে অর্থদন্ড করা হয়েছে।
উপজেলার বিসিআাইসি মের্সাস কবির ট্রের্ডাসের পরিচালক জীবন ও বিএডিসির মের্সাস ফারিয়া ট্রের্ডাসের পরিচালক রুহুল জানান, আমরা স্লিপের মাধ্যমে কৃষকদের সার দিচ্ছি কৃষক ভালো ভাবে সার পাচ্ছে।
আরও পড়ুনঃ নড়াইলের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগের হামলা, পুুলিশের গুলিবর্ষন আহত ৫০
এদিকে উপজেলার রাধানগর, পার্বতীপুর,চৌডালা,গোমস্তাপুর, বাঙ্গাবাড়ী, আলীনগর, বোয়ালিয়া ইউনিয়ান ও রহনপুর পৌর এলাকা ঘুরে জানা যায়, একটি অসাধু মহল সরকারকে বেকাদায় ফেলতে গুজব ছড়িয়ে স্যার সংকট বলে একই ব্যাক্তি বার বার ও আত্মীয় স্বজন দিয়ে সার মজুদ করার চেষ্টা করছে, এবং এলাকায় এলাকায় সার সংকট বলে কৃষকদের বেকায়দায় রাখছে বলে জানা যায়।
কৃষি অফিস শক্ত ভাবে মনিটরিং না করলে সকল ডিলারদের সার কালো বাজারীদের হাতে পৌছে যেতো, এবং কৃষকদের বাড়তি মূল্যে সার কিনতে হতো। বর্তমানে কৃষকরা নায্য মূল্যে চাহিদা মত সার পাচ্ছে। কিন্তু ডিলাদের মাধ্যমে সার নেওয়াতে কৃষকদের একটু দুরুত্ব বেড়ে যাওয়ায় যাতয়াত খরচ একটু বেশী হচ্ছে বলে জানান অনেক কৃষক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha