ফরিদপুর কোতোয়ালী থানা বিএনপি উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে জ্বালানি তেল, পরিবহনভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ আজ বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের এর সামনে অনুষ্ঠিত হয় ।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম- আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন,জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন বর্তমান সরকারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে দেশে আজ সাধারণ মানুষ শান্তিতে নেই। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন, সাধারণ জনগণের ক্রয়সীমার বাইরে চলে গেছে শুধু মাত্র এই সরকারের সীমাহীন দুর্নীতির কারনে। তাই রাতের ভোটে নির্বাচিত এই আওয়ামী সরকারকে দেশের জনগন আর ক্ষমতায় দেখতে চায় না।
আরও পড়ুনঃ চাউলের পাইকারি দোকানে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
তাই অনতিবিলম্বে যদি জ্বালানি তেলসহ সকল জিনিসপত্রের দাম না কমানো হয় তাহলো সামনে জনগনকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে দাম কমাতে সরকারকে বাধ্য করা হবে। তারা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়
প্রিন্ট