জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, ফরিদপুর এর সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে চাউলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাউলের পাইকারি দামে কারসাজি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয় রশিদ না দেয়ার অপরাধে ফরিদপুর সদর উপজেলার আজ ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা বাজারে চাউল ব্যবসায়ী মেসার্স সুমন খাদ্য ভান্ডার ও মেসার্স রিপন খাদ্য ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৮,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
আরও পড়ুনঃ ফরিদপুর পৌরসভা দ্বিতীয় ফুটবল লিগ
এসময় জনাব মোঃ সাহাদাত হোসেন, সিনিয়র বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর, জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট