ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন সনাতন ধধর্মাবলম্বীরা।
এ উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় বোয়ালমারী বাজার সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে একটি বনার্ঢ্য শোভা যাত্রা বের হয়। মন্দির প্রাঙ্গণ হতে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌরসদরের বড় কামারগ্রাম আখড়া বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ জিওর নৃত্যর সেবা অঙ্গন গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব, বোয়ালমারী বাজার সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দিরের সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রনব কুমার সিকদার, বাসুদেব কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিন কুমার লস্কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল প্রমুখ।
আরও পড়ুনঃ সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
দিবসটি উপলক্ষে পূজা অর্চনা, বিশেষ প্রার্থনা ও শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মানবজাতিকে রক্ষায় এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আর্বিভাব ঘটেছিল। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদগীতার অমিয় বানী তিনি প্রচার ও প্রতিষ্ঠা করে ছিলেন।
প্রিন্ট