হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গায় চলমান অতি তীব্র তাপপ্রবাহে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শনিবার (১০ মে) বিকেল ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ। আগের দুই দিনেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪১.২ ও ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
.
চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস জানিয়েছে, ১৫ মে পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তীব্র রোদের কারণে শহরের কিছু সড়কে পিচ গলে যেতে দেখা গেছে। সড়ক বিভাগ জানায়, সমস্যা রোধে গলে যাওয়া জায়গাগুলোতে বালু ছিটানো হচ্ছে।
.
তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিকশাচালক, ভ্যানচালক, কৃষক ও নির্মাণ শ্রমিকরা। মাঠে ভুট্টা কাটার কাজ ভোরে শুরু করে বেলা বাড়ার আগেই শেষ করছেন শ্রমিকরা। পানের বরজেও গরমের কারণে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
.
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন জানান, এ তাপমাত্রায় হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। শিশু, কিশোর ও বয়স্কদের ঘন ঘন পানি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রিন্ট