অনূর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবলে ঢাকা অঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ায় ফরিদপুর জেলা মহিলা দল কে ট্রাকসুট বিতরণ করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও ডি এফ এর সভাপতি শামীম হক।
তিনি আজ বিকেলে আলিপুরের শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্সে এ ফুটবলারদের হাতে ট্রাকসুট প্রদান করেন।
এ সময় শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল এর সঞ্চালনায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে শামীম হক ফুটবলারদের নিয়মিত খেলাধুলা করতে বলেন এবং এ ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে মোট ১৬ জন খেলোয়াড় সহ ম্যানেজারকে ট্রাকসুট প্রদান করা হয়।
প্রিন্ট