কুষ্টিয়ার খোকসায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে বিষয়ভিত্তিক উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের জন্য বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলার পরিষদ অডিটোরিয়াম প্রতিযোগিতা উদ্বোধন করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। খোকসা উপজেলাধীন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শিক্ষা সপ্তাহের এই প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের একাডেমিক সুপারভাইজার জালাল উদ্দিন, উপজেলা জামে মসজিদের ইমাম আবু দাউদ, শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা সংগীত বিদ্যালয়ের প্রধান নাজিম রেজা লালু, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান বিল্লু, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, শোমসপুর ক্লাসিক সংগীত নিকেতন এর পরিচালক সেলিম খন্দকার প্রমুখ।
প্রিন্ট