মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন (৫০), পিং- মো. আজিজার বিশ্বাস, সাং- গোয়ালখালী, তালখড়ি এর বিরুদ্ধে মোকাম মাগুরার বিজ্ঞ শালিখা আমলী আদালতে সি.আর ৫৫/২২ মামলা রুজু করা হয়েছে।
রবিবার ২৭ মার্চ ২০২২ সালে শালিখা আমলী আদালত, মাগুরা এর ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল মহোদয়ের উপস্থিতিতে প্রতিষ্ঠানের সভাপতি ইলিয়াস হোসেন এর লিখিত অনুমতি নিয়ে, ছান্দড়া প্রাথমিক বিদ্যালয়ের মেম্বার সদস্য মো. ইসমাইল হোসেন, পিং- মৃত কিরামত সরদার, সাং- ছান্দড়া, তালখড়ি বাদী হয়ে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন এর বিরুদ্ধে মো. দ. বি. ৪৪৮/৩৭৯/৩৮০/৪০৬/৪২০/৫০৬ ধারায় সি. আর ৫৫/২২ মামলা করেন।
গত শুক্রবার ৭ জানুয়ারি ২০২২ সালে আনুমানিক সকাল ৮ টা-বিকাল ৩ টার সময়ের মধ্যে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন স্কুলে দাড়িয়ে থেকে ৬ জন অপরিচিত শ্রমিকের দ্বারা ২ টি বড় মেহগনি গাছ অনুমান মূল্য ১ লাখ টাকার গাছ কেটে ফেলে।
এরপর বিদ্যালয়ের চেয়ার-টেবিল তৈরির দশ হাজার টাকা মূল্যর ৪২ পিচ কাঠ, অব্যবহারিত ৪ টি সিলিং ফ্যান, ১ হাজার ইট, ৫ শত ফিট বালি সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকার মালামাল বিক্রয় করে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন আত্মসাৎ করেছে।
এ বিষয়ে গত সোমবার ৪ এপ্রিল অনুমান ২.৩০ টার সময় মোশাররফ হোসেন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে চরম উত্তেজিত কন্ঠে বলেন, আপনারা সাংবাদিক যা খুশি তাই আমার বিরুদ্ধে লেখেন।
শালিখা উপজেলা শিক্ষা অফিসার মো. আকবর হোসেন বলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযোগ নামা আমার কাছে এসেছে, বিষয়টি তদন্ত করে আদালতে রিপোর্ট প্রদান করা হবে। এ বিষয়ে মাগুরা জেলা প্রাইমারি শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, এটা হলো ফৌজদারি অপরাধ পুলিশ
প্রিন্ট