ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ Logo গোমস্তাপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি Logo সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু Logo বাগেরহাট জেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক মনির বেনাপোল ইমিগ্রেশনে আটক Logo খোকসায় এসএসসি ও এইচএসসি পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে কেস্ট ও সনদপত্র বিতরন Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল Logo ভেড়ামারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ Logo দৌলতপুরের একই পরিবারের চারজনের একসঙ্গে জানাজা, পাশাপাশি দাফন Logo ভূরুঙ্গামারীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত Logo ডাক্তার হয়ে মানুসের সেবা করতে চায় আলফাডাঙ্গার তাসমিন ইসলাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সালথা তান্ডবের এক বছরঃ এখনো চলছে পুলিশী তদন্ত

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৪০ বার পঠিত
ফরিদপুরের সালথার নজিরবিহীন সহিংসতার এক বছর পূর্ণ হয়েছে আজ। গত বছরের ৫ এপ্রিল রাতে লকডাউন কার্যকরের অভিযানকে কেন্দ্র করে উত্তেজিত জনতা উপজেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তরের কার্যালয় পুড়িয়ে দেয়। এতে বিভিন্ন দপ্তরে ভাংচুর, অগ্নিসংযোগে প্রায় তিন কোটি টাকার সরকারি সম্পদের বিনষ্ট ঘটে। নিহত হয় দুজন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক ৮টি মামলা দায়ের করেছিলা।
এর মধ্যে ডিজিটাল আইনে দায়েরকৃত একটি মামলা ছাড়া অন্য মামলাগুলোর এখনো তদন্ত শেষ হয়নি। ফলে এখনো দাখিল হয়নি পুলিশী প্রতিবেদন। এসব মামলাকে ঘিরে এখনো এলাকাছাড়া রয়েছে সালথা উপজেলার কয়েক হাজার মানুষ। এতে অতিকষ্টে দিন কাটাচ্ছে কয়েকশ’ পরিবার। যেখানে ঘটনার সূত্রপাত সেই ফুকরা বাজারের সবগুলো দোকানপাট বন্ধ রয়েছে গত এক বছর ধরে। এতে ৮০ থেকে ৯০ লাখ টাকার দোকানের মালামাল নষ্ট হয়েছে বলে এলাকাবাসী ধারনা করছে। এই ঘটনার কিছু মূলহোতা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ। তারা সালথা উপজেল তেই ঘোরাফেরা করেন বলে অনেকেই মনে করেন।
গত বছরের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর করতে দুই আনসার সদস্য ও ব্যক্তিগত সহকারি নিয়ে তৎকালীন সালথা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফা সুলতানা হিরামণি স্থানীয় ফুকরা বাজারে গেলে অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে সালথা থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। পরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ বেধেযায়।
এর জের ধরে রাত সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা উপজেলা পরিষদ, থানা, সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও সহকারি কমিশনারের (ভূমি) গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।
এছাড়া স্থানীয় সাংবাদিক আবু নাসেরের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সালথা থানার পাশাপাশি ফরিদপুর, বোয়ালমারী, ভাঙ্গা ও নগরকান্দা থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব পৌছে মুহুর্মূহ ফাঁকা গুলি, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট সদস্য সহ আহত হন ২০ জন। পুলিশের গুলিতে আহতদের মধ্যে জুবায়ের হোসেন (২৫) ও মিরান মোল্যা (৩৫) নামের দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ সূত্রে জানা যায়, সহিংসতার এ ঘটনায় সালথার বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই সহিংসতার ঘটনায় কয়েক হাজার জনকে আসামীকরে ৮টি পৃথক মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৭টি মামলা সালথা থানা পুলিশ ও একটি মামলা ডিবি পুলিশ তদন্ত করছে। মামলায় এজাহার নামীয় ৩৮১ জন এবং সন্দেহভাজন ১৪৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন ২২ জন। একজন আসামী আটকাবস্থায় মারা যায়।
সালথার ঘটনায় পুলিশ বাদী মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হান্নান মিয়া বলেন, সালথার সহিংসতার ঘটনায় পুলিশ বাদী মামলাটি তদন্তাধীন রয়েছে। পর্যপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কার্যক্রম অব্যহত রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে সালথার সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন প্রেরণ করা হবে।
সালথার তান্ডরে পর ডিজিটাল আইনের মামলার বাদী এসআই গোলাম মোন্তাছির মারুফ বলেন, ফেসবুক পেইজ  পেট্রোলিং করে সালথার ঘটনার সাথে ডিজিটাল মাধ্যমে যেসকল ব্যক্তিগণ অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে । মামলাটি ডিবি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেছে।
সালথা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর বলেন, সালথার সহিংসতার ঘটনার কিছু মূলহোতা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তারা প্রতিদিন সালথা থানা পুলিশের সামনে দিয়ে সালথা উপজেলায় ঘোরাফেরা করেন। আটককৃত আসামী যারা জামিনে এসেছেন তাদের মুখে আমরা শুনেছি যে আমরা ১৬৪ ধারায় জবানবন্দিতে যাদের নাম বলেছি পুলিশ তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করছেনা। আমি আশা করবো পুলিশের অভিযোগপত্রে তাদের নাম থাকবে। এবং তারা আইনের আওতায় এসে এই ন্যাক্কার জনক ঘটনা ঘটানোর শাস্তি পাবে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল সুমিনুর রহমান বলেন, সালথার সহিংসতার ঘটনায় পুলিশ অত্যন্ত সঠিকভাবে দ্রæততার সঙ্গে ঘটনাগুলো তদন্ত করছে। যাতে কোন অপরাধী ছাড় না পায়, একই সাথে কোন নিরপরাধ ব্যক্তি সাজা না খাটে সেদিকে খেয়াল রেখে তদন্ত কার্যক্রম অনেকদূর এগিয়ে নেওয়া হয়েছে। পুলিশ মামলাগুলো নিয়ে অত্যন্ত আন্তারিকতার সাথে কাজ করছে। এরমধ্যে ডিজিটাল আইনে করা মামলা তদন্ত করে ডিবি পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে। বাকী মামলাগুলোর অভিযোগপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

error: Content is protected !!

সালথা তান্ডবের এক বছরঃ এখনো চলছে পুলিশী তদন্ত

আপডেট টাইম : ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
ফরিদপুর অফিসঃ :
ফরিদপুরের সালথার নজিরবিহীন সহিংসতার এক বছর পূর্ণ হয়েছে আজ। গত বছরের ৫ এপ্রিল রাতে লকডাউন কার্যকরের অভিযানকে কেন্দ্র করে উত্তেজিত জনতা উপজেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তরের কার্যালয় পুড়িয়ে দেয়। এতে বিভিন্ন দপ্তরে ভাংচুর, অগ্নিসংযোগে প্রায় তিন কোটি টাকার সরকারি সম্পদের বিনষ্ট ঘটে। নিহত হয় দুজন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক ৮টি মামলা দায়ের করেছিলা।
এর মধ্যে ডিজিটাল আইনে দায়েরকৃত একটি মামলা ছাড়া অন্য মামলাগুলোর এখনো তদন্ত শেষ হয়নি। ফলে এখনো দাখিল হয়নি পুলিশী প্রতিবেদন। এসব মামলাকে ঘিরে এখনো এলাকাছাড়া রয়েছে সালথা উপজেলার কয়েক হাজার মানুষ। এতে অতিকষ্টে দিন কাটাচ্ছে কয়েকশ’ পরিবার। যেখানে ঘটনার সূত্রপাত সেই ফুকরা বাজারের সবগুলো দোকানপাট বন্ধ রয়েছে গত এক বছর ধরে। এতে ৮০ থেকে ৯০ লাখ টাকার দোকানের মালামাল নষ্ট হয়েছে বলে এলাকাবাসী ধারনা করছে। এই ঘটনার কিছু মূলহোতা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ। তারা সালথা উপজেল তেই ঘোরাফেরা করেন বলে অনেকেই মনে করেন।
গত বছরের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর করতে দুই আনসার সদস্য ও ব্যক্তিগত সহকারি নিয়ে তৎকালীন সালথা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফা সুলতানা হিরামণি স্থানীয় ফুকরা বাজারে গেলে অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে সালথা থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। পরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ বেধেযায়।
এর জের ধরে রাত সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা উপজেলা পরিষদ, থানা, সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও সহকারি কমিশনারের (ভূমি) গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।
এছাড়া স্থানীয় সাংবাদিক আবু নাসেরের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সালথা থানার পাশাপাশি ফরিদপুর, বোয়ালমারী, ভাঙ্গা ও নগরকান্দা থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব পৌছে মুহুর্মূহ ফাঁকা গুলি, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট সদস্য সহ আহত হন ২০ জন। পুলিশের গুলিতে আহতদের মধ্যে জুবায়ের হোসেন (২৫) ও মিরান মোল্যা (৩৫) নামের দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ সূত্রে জানা যায়, সহিংসতার এ ঘটনায় সালথার বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই সহিংসতার ঘটনায় কয়েক হাজার জনকে আসামীকরে ৮টি পৃথক মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৭টি মামলা সালথা থানা পুলিশ ও একটি মামলা ডিবি পুলিশ তদন্ত করছে। মামলায় এজাহার নামীয় ৩৮১ জন এবং সন্দেহভাজন ১৪৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন ২২ জন। একজন আসামী আটকাবস্থায় মারা যায়।
সালথার ঘটনায় পুলিশ বাদী মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হান্নান মিয়া বলেন, সালথার সহিংসতার ঘটনায় পুলিশ বাদী মামলাটি তদন্তাধীন রয়েছে। পর্যপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কার্যক্রম অব্যহত রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে সালথার সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন প্রেরণ করা হবে।
সালথার তান্ডরে পর ডিজিটাল আইনের মামলার বাদী এসআই গোলাম মোন্তাছির মারুফ বলেন, ফেসবুক পেইজ  পেট্রোলিং করে সালথার ঘটনার সাথে ডিজিটাল মাধ্যমে যেসকল ব্যক্তিগণ অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে । মামলাটি ডিবি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেছে।
সালথা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর বলেন, সালথার সহিংসতার ঘটনার কিছু মূলহোতা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তারা প্রতিদিন সালথা থানা পুলিশের সামনে দিয়ে সালথা উপজেলায় ঘোরাফেরা করেন। আটককৃত আসামী যারা জামিনে এসেছেন তাদের মুখে আমরা শুনেছি যে আমরা ১৬৪ ধারায় জবানবন্দিতে যাদের নাম বলেছি পুলিশ তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করছেনা। আমি আশা করবো পুলিশের অভিযোগপত্রে তাদের নাম থাকবে। এবং তারা আইনের আওতায় এসে এই ন্যাক্কার জনক ঘটনা ঘটানোর শাস্তি পাবে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল সুমিনুর রহমান বলেন, সালথার সহিংসতার ঘটনায় পুলিশ অত্যন্ত সঠিকভাবে দ্রæততার সঙ্গে ঘটনাগুলো তদন্ত করছে। যাতে কোন অপরাধী ছাড় না পায়, একই সাথে কোন নিরপরাধ ব্যক্তি সাজা না খাটে সেদিকে খেয়াল রেখে তদন্ত কার্যক্রম অনেকদূর এগিয়ে নেওয়া হয়েছে। পুলিশ মামলাগুলো নিয়ে অত্যন্ত আন্তারিকতার সাথে কাজ করছে। এরমধ্যে ডিজিটাল আইনে করা মামলা তদন্ত করে ডিবি পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে। বাকী মামলাগুলোর অভিযোগপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট