শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে কেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ওই স্থানীয় সাংবাদিকগণ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে কেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন ও সভাপতি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুস আলী।
উপজেলার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৩০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে কেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রিন্ট