মোঃ ইকবাল হোসেনঃ
পারফমেন্স বেজড গ্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আলফাডাঙ্গা মাধ্যামিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের দাখিল ও আলিম পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র বিশ^াস, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, এ্যাকাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম ও ধলাইয়েরচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুহাঃ মোসলেম উদ্দীন প্রমুখ।
এসময় দাখিল মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দু উপস্থিত ছিলেন।
প্রিন্ট