আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে শাইরিন খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে ৫টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের আন্ধরইল বেড়াফুল গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শাইরিন খাতুন ওই গ্রামের আতাউর রহমান আতীর মেয়ে ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মৃত শাইরিন খাতুন খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টার দিকে তার ডান পায়ে বিষধর সাপে কামড় দিলে তার চিৎকারে তার মা বাবা আত্মীয় স্বজন ছুটে এসে উদ্ধার করে।
রাত ২টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) কে হস্তান্তর করেন।
সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার সকাল ৫টার দিকে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিন্ট