আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) সামাজি নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ জুলাই) সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পারবর্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিউর রহমান ।
এতে আরো উপস্থিত ছিলেন, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই সিদ্দিকী কামাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ফরাদ হোসেন, একাডেমি সুপার ভাইজার আসমা খাতুন চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেল আলী, জুলাই কন্যা উম্মে হাবিবা হেবা, জুলাই যোদ্ধা মোঃ মোন্তাকিম স্থানীয় গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী প্রমূখ।
শপথ পাঠ ও আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রিন্ট