আব্দুস সালাম তালুকদার:
“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন?” — এই শ্লোগানকে সামনে রেখে সরকারীভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলার ২৮টি কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিভিন্ন শ্লোগানে সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ জিন্নাউল আওয়ালের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে বৃষ্টিতে ভিজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করেন। প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ মইদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন- কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জ্ঞানচক্র একাডেমির পরিচালক মুঃ সারওয়ার হাবিব, ভিশন স্কুলের পরিচালক মোঃ তরিকুল ইসলাম বকুল, মোজাম্মেল হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ সালেহ আহম্মেদ বাচ্চু, মহালড্রীম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, গ্রীন ভিউ স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ শায়েলা পারভীন প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রিন্ট