কুষ্টিয়ার খোকসায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। এস এম ইমরান হোসেন সভাপতি, তাজবির আহমেদ রাজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান লাবু।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নাসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ হাসান মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার প্রমুখ। প্রথম অধিবেশন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এস এম ইমরান হোসেন সভাপতি ও তাজবীর আহমেদ রাজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
প্রিন্ট