কুষ্টিয়ার খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উৎসবে ফিরে চল মাটির টানে স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সহযোগিতায়, উসাস খোকসা এর তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী যাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহাক আলীর উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ।প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ বলেন গ্রামের যাত্রা উৎসব কে টিকিয়ে রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচিয়ে সাধারণ মানুষের জীবনমান তুলে ধরে যাত্রাশিল্পীদের টিকিয়ে রাখা এ সরকারের মূল লক্ষ্য। আমাদেরকে বর্তমান সুস্থধারার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি যাত্রাপালা কে গ্রাম গ্রামে ছরিয়ে দেওয়ার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ সাঙ্গ হলো কুষ্টিয়ার সাধু সঙ্গ
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান শকিব খান টিপু, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান প্রমূখ।
উদ্বোধনী দিনে খোকসা উপজেলার সাংস্কৃতিক সংস্থা (উসাস) এর আয়োজিত “নিহত গোপাল” যাত্রাপালা প্রদর্শিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও যাত্রা উৎসব শুরু হওয়ার খোকসা বাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
প্রিন্ট