পাংশা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পাংশা শহরস্থ বাসভবনে শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় সংগঠনের বর্ধিত সভায় এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক। জানা যায়, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বক্তব্য রাখেন।
সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম মৃধা, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, গোবিন্দ কুন্ডু ও খন্দকার সেলিম হোসেন (রনো), পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মনজুর কাদের মাসুদ, কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস সাগর, প্রচার সম্পাদক লাবলু বিশ্বাস, সহপ্রচার সম্পাদক মোবায়দুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান আবু হোসেন খান, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার (রেজা), স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাকিম রুমী, পাংশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম, পাংশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল। সভায় প্রধান অতিথি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর রোগমুক্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। একইসাথে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
প্রিন্ট