মধুখালীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ শিক্ষক সমিতির মধুখালী শাখা যৌথ উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) সকাল ১১ টায় মধুখালী উপজেলা হল রুমে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ শিক্ষক সমিতির মধুখালী উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন কমিটির আহবায়ক চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলীমুজ্জামান এর সভাপতিত্বে ও বাগাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও মধুখালী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব মোঃ ইউনুস আলী ও দীঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টারজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশনের সিনিয়র যুগ্ম- মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিঞা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি প্রেসিডিয়াম সদস্য ইমরুল কবির জিহাদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দসহ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড এবং শিক্ষকরাই দেশ গড়ার কারিগর অথচ তারাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার৷ বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, গত ১৬ বছর অনেক শিক্ষক বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন৷
তারা বলেন, বিগত সরকার শিক্ষকদের অবমূল্যায়ন করেছে। তাদের ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তবে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তারা শিক্ষকদের এই দাবী পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বক্তারা এজন্য জাতীয়তাবাদী রাজনৈতিক দলের যেকোন প্রয়োজনে বা ডাকে শিক্ষকগণ সাড়া দেবেন এবং তাদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন৷ এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার জন্য শিক্ষক সমাজকে কাজ করতে হবে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হিসেবে কাজ করছেন।
এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত ম্যানেজিং কমিটির অপসারণ করে যোগ্য শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করার দাবি করেন শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান। সেই সাথে সরকার নিকট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণের সরকার গঠন করে তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান তারা।
প্রিন্ট