পাবনার চাটমোহরের কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. ফসিউর রহমান সেবার মান সম্প্রসারণে ব্যক্তিগত উদ্যোগে চাটমোহর ডায়বেটিক হাসপাতালে একটি ইসিজি মেশিন প্রদান করেছেন।
১৬ ফেব্রুয়ারী বুধবার বিকেলে চাটমোহর
ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের নিকট মেশিনটি
হস্তান্তর করেন।
এসময় চাটমোহর ডায়বেটিক হাসপাতালের সহ সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
প্রভাষক ফিরোজা পারভীন, সাইফুল ইসলাম, ডাঃ সাহা গীতাঞ্জলী তুতুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর হাসপাতালটির উদ্বোধন করা হয়। ৪ অক্টোবর থেকে হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
প্রিন্ট