ফরিদপুরের সালথায় দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং স্থানীয়ভাবে সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সালথা থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা মাল্টি পারপাস হল রুম কাম অডিটোরিয়াম সেন্টারে এই সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (পিপিএম) (বিপিএম বার-সেবা)।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মোঃ সুমিনুর রহমান, সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহিদুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আবু আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অননস প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা থানা পুলিশের অপারেশন অফিসার গোলাম মোন্তাছির মারুফ। এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, এলাকায় সকলেই সম্প্রীতি বজায় রাখবেন। এদেশে হিন্দু মুসলমান বোদ্ধ খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করতে হবে। আমাদের মনে রাখতে হবে সবার উপরে মানুষ সত্য তাহার উপর নয়। কখনো কোন গুজবে কান দেওয়া যাবে না।
আগে সত্য মিথ্যা যাচাই করতে হবে। তাহলেই আমরা সবাই এদেশে শান্তিতে বসবাস করতে পারবো। তিনি আরও বলেন, বর্তমান পুলিশ মানবিক পুলিশ হিসেবে তাদের সেবা দিয়ে যাচ্ছে, পুলিশি সেবা পেতে কোন টাকা লাগে না। পুলিশের চাকরিতে ঢুকতে কোন টাকা লাগবে না, যোগ্যতা থাকলে তার চাকরি হবে। সমাজের সব শ্রেণী পেশার মানুষের ন্যায় বিচার পাবেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন পেশীশক্তি কাজ করতে পারবে না। অবাদ সুষ্ঠ নিরোপেক্ষ নির্বা চন অনুষ্ঠিত হবে। কারো কোন হুমকি ধামকি চলবে না। প্রত্যেক প্রার্থী প্রত্যেক ভোটারের কাছে যাবে তার ভোট চাবে । কোন প্রকার বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট