ফরিদপুর ডিসি অফিসের কর্মকর্তা ও স্থানীয় এমপি সাহেবের কাছের লোক পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে আলফাডাঙ্গা উপজেলার দুই যুবককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবারে উপজেলারা গোপালপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরাহলেন আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামের ফুল মিয়ার ছেলে সোহাগ শেখ (২২) ও একই এলাকার আক্কাস মোল্লার ছেলে নুর আলম মোল্লা (২৫)।
থানা সূত্রে জানা যায়, প্রতারক দুই যুবক ফরিদপুর জিসি অফিসের কর্মকর্তা ও স্থানীয় এম পি সাহেবের কাছের লোক পরিচয় দিয়ে বিভিন্ন ভূমিহীন পরিবারকে টার্গেট করে সরকারী ভাবে ঘর, গরু, সৌরবিদ্যুৎ ও গর্ভবতী কার্ড করে দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনন্ত ১০ পরিবারের কাছ থেকে ২০০০ থেকে ৫০০০ টাকা আত্মসাৎ করে।
ভূক্তভোগী উজ্জ্বল শেখ তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মঙ্গলবার বিকেলে টাকা দেওয়ার কথা বলে গোপালপুর বাজারে ডেকে এনে কৌশলে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেয়। ওই দিন রাতে নিজে বাদী হয়ে প্রতারক দুই যুবকের বিরুদ্ধে মামলা করেন।
আরও জানা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সাংসদের স্ত্রী’র নাম ভাঙিয়ে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার দায়ে সোহাগ শেখকে আটক করা হয়েছিল।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। ভূক্তভোগী এক যুবকের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট