জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল এঁর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে পুষ্প অর্পণ।
মাগুরা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে সোমবার ১৮ অক্টোবর সকাল ০৯:৩০ সময় মাগুরা জেলা প্রশাসক এর কার্যালয়, ডিসি সাহিত্য মঞ্চে অবস্থিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ কামরুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শালিখা সার্কেল মোঃ হাফিজুর রহমান, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, ইন্সপেক্টর (অ্যাডমিন) আরআই, পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের সকল স্থরের অফিসার ফোর্সগন, জেলা প্রশাসন ও সরকারি, আধা-সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারি, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রিন্ট