আজ (১৬ অক্টোবর) শহিদ আবীর হোসেন’র মৃত্যু বার্ষিকী।১৯৭১ সালের এই দিনে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের জয়ারামপুরে পাকহানাদারের সঙ্গে সম্মুখ যুদ্ধে শহিদ হন বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেন।
শহিদ আবীর হোসেন মহম্মদপুর উপজেলার কাশিপুর গ্রামের মৃত মুনছুর মোল্যার ছেলে।
এই গর্বিত পিতার বাকী চার ছেলেও বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন ও বীর মুক্তিযোদ্ধা দবির হোসেন।
এই শহিদ মুক্তিযোদ্ধার নামে ১৯৮৫ সালের ১০ এপ্রিল ততকালীন বিভাগীয় কমিশনার নুর উদ্দীন আল মাসুদ “শহিদ আবীর সাধারণ পাঠাগার” নামে একটি পাঠাগারের শুভ উদ্বোধন করেন।
সেই থেকে শহিদ আবীর সাধারণ পাঠাগারটি এলাকার ছাত্র-শিক্ষক, কবি, সাহিত্যিক ও সচেতন মহলের কাছে অন্যতম একটি প্রিয় পাঠস্থান হয়ে উঠে।
প্রিন্ট